ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র জেলা সংগঠককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র জেলা সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র জেলা সংগঠক মিঠুন চাকমা (৪০) নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠুন শহরের স্লুইস গেট এলাকার বাসিন্দা।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহম্মদ আব্দুল হান্নান এসব তথ্য জানিয়েছেন।

এদিকে সন্ধ্যায় ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য সংস্কারপন্থীদের কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮ আপডেট: ২১০২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।