ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

৫ জানুয়ারি নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসতো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
৫ জানুয়ারি নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হতো তাহলে দেশে বর্তমানে অসাংবিধানিক সরকার থাকতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিখ ধর্মের খালসা গ্রন্থের প্রবক্তা ও দশম গুরু গুরু গোবিন্দ সিং জ্বী’র ৩৫১তম জন্মদিবসে গুরু গোবিন্দ সিং জয়ন্তী ২০১৮ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি এর আয়োজন করে।

মন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হতো, তাহলে কি গণতন্ত্র কি থাকতো? বরং একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করত। বাঙালি জাতির জন্য সেই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই সময় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বাধ্য ছিলাম। নির্বাচন ছাড়া এই দেশে কোনো গণতান্ত্রিক মানুষ থাকতে পারে না। তারা সেদিন নির্বাচন ভন্ডুল করার জন্য যে জ্বালাও-পোড়াও আন্দোলন সফল হত তাহলে এদেশে এখন মার্শাল ল’ জারি থাকত। এখানে কোনো সাংবিধানিক সরকার থাকত না।

বিএনপি ভ্রান্ত ধারণা থেকে সরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে সমর্থ হয়েছেন বলে আজ গণতন্ত্র উপভোগ করতে পারছে। গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারছে। বিএনপির যে ভ্রান্ত ধারণা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে ৫ বছরে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।