ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইন্দুরকানিতে জামায়াত-বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ইন্দুরকানিতে জামায়াত-বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় জামায়াত-বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ জানুয়ারি) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সাইফুজ্জামান ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা এতোদিন পলাতক ছিলেন।

আসামিরা হলেন-উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান মুন্সি, চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ কলেজের অধ্যক্ষ ইউনুস আলী, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নান্নু পঞ্চায়েত, এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম, চরবলেশ্বর চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ফকির, বিএনপি নেতা জাকির হোসেন, নুরুজ্জামান সেপাই, আবুল বাশার, মনির হোসেন, আবুল কালাম, আব্দুল কাদের, মিঠু হাওলাদার ও স্বপন কাজী।  

২০১৩ সালের ২৭ অক্টোবর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে গভীররাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা স্বপন শীলের বাড়িতে ভাঙচুর করেন এবং তাকে কুপিয়ে জখম করেন। ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আলমগীর সেপাই বাদী হয়ে ইন্দুরকানি থানায় বিএনপি ও জামায়াতের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।