ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ সংঘর্ষের ঘটনায় লণ্ডভণ্ড অনুষ্ঠানস্থল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোরাছুরির ঘটনা ঘটে।

এসময় সাময়িকভাবে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর ফের সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী। তিনি বলেন- যারা এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী মন্টু প্রমুখ।

পুলিশ জানায় বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হলে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থল শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে প্রবেশ করে। অনুষ্ঠানের একপর্যায়ে জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফির সমর্থকদের সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লার সমর্থকদের কথা কাটাকাটি হয়। যা পরে সংঘর্ষ রূপ নেয়।  

আহতদের মধ্যে সাকিব (১৮), আবদুল্লাহ (৩২), আকিব (২৪), রকিব (৪০) আবু আবদুল্লাহ (২২), তানভিরের (২৮) নাম জানা গেছে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।