ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আগামী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখছেন

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোলার তজুমদ্দিন স্টেডিয়ামে তজুমদ্দিন উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান অহিদ উল্লাহ জসিম হাওলাদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় চেয়ারম্যানের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি-জামায়াত সরকার জসিমের ওপর অনেক অত্যাচার করেছে।

তাকে ভোলা ত্যাগ করতে হয়েছিল সে সময়। জসিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভালো ভালো কাজ করেছেন। সেই কাজের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।

ভোলায় ৪৬৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলায় প্রচুর গ্যাসের মজুদ রয়েছে। এ গ্যাস দিয়ে ভোলায় শিল্প-কলকারখানা স্থাপন করা হবে। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আলী আজম মুকুল এমপি, ভোলা জেলা পরিষেদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ওবায়দুল্লাহ নাসিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগ নেতা অহিদ উল্লাহ জসিম ৩১ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।