ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
খালেদার মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতে ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এর আগে আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আহসানুল্লাহ।

পরে আদালত বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শুনানি মুলতবি করে আসামিপক্ষের আইনজীবীকে সকাল সাড়ে ১০ টার মধ্যে উপস্থিত হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।  

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দশম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি প্রমাণিত হয়নি দাবি করে তার বেকসুর খালাস দাবি করেন তিনি।  

যুক্তিতর্ক শুনানির পর খালেদা জিয়ার স্থায়ী জামিন চান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এছাড়াও আগামী দু’দিন খালেদা জিয়ার অনুপস্থিতির অনুমতি চেয়ে আবেদন করেন।  

তবে খালেদার অনুপস্থিতির বিরোধিতা করেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

মঙ্গলবার খালেদার পক্ষে যুক্তিতর্ক শেষে অপর আসামিদের পক্ষে শুনানি শুরুর আগে ৩০ মিনিটের বিরতি দেন আদালত। বিরতির পর সরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক শুরু করেন তার আইনজীবী। যা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এএম/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।