ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

শাম্মী আখতারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ১৬, ২০১৮
শাম্মী আখতারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: সঙ্গীতশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।  

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

অপর এক শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (২০৫০) বিকেল ৪টার দিকে রাজধানীর চামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি স্তন ক্যানসারে ভুগছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।