ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের ফ্রি চিকিৎসা সেবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের ফ্রি চিকিৎসা সেবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প-ছবি-বাংলানিউজ

ঢাকা: জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। 

শনিবার (২০ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। এটি সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত।

ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা সেবায় উপস্থিত আছেন ড্যাবের নেতারা।

চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক সাইফুদ্দিন নিসার আহমেদ, ডা. মোফাক্খারুল ইসলাম রানা, ডা. নজরুল ইসলাম, ডা. সামিউল ইসলাম সোহান, ডা. মিজানুর রহমান কাউসার, ডা. গাজী শাহীন, ডা. জাবেদ, ডা. আতিক, ডা. সজিব, ডা. জনি, ডা. রাশেদ মোশাররফ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এএম/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।