ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জানুয়ারি ২০, ২০১৮
বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বাংলাবাজারে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যাদুঘর পরিদর্শন করছেন বাণিজ্যমন্ত্রী

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে জেতার আগে বলে হারিয়ে দেওয়া হচ্ছে, আবার জেতার পরে বলে ঠিকমতো হলে আরো বেশি ভোট পেতাম। তাদের কোনো আদর্শ নীতি নেই। তবে এবার বিএনপির নির্বাচন করার বিকল্প কিছু নেই। তাদের নির্বাচনে আসতেই হবে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ভোলার বাংলাবাজারে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গণক।

তিনি শতকরা ৮০ শতাংশ ভোট পাবেন। ভোট হলো না কিন্তু তিনি ভোট পেয়ে গেলেন। ৮০ শতাংশ ভোট পায় যে দল সেই দল নির্বাচন করতে ভয় পায় কেনো।

এসময় উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।