ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির মুখে এক কথা, অন্তরে আরেক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
‘বিএনপির মুখে এক কথা, অন্তরে আরেক’ ওয়্যার হাউজ উদ্বোধনকালে নৌমন্ত্রী শাজাহান খান-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: ‘বিএনপির নেতারা এখন নিজের সঙ্গে আত্মপ্রতারণা করছে। কিছুই করার সক্ষমতা তাদের নেই। তাদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা।’ 

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপেজলায় পায়রা বন্দরের সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ওয়্যার হাউজ উদ্বোধনকালে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধানসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা হয়েছে।

সেখানে এ নিয়ে কোনো কথা ওঠে না। আগামী নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা থেকে বিএনপি এখন এই মামলার রায়কে ইস্যু করে নির্বাচনে না আসার পথ খুঁজছে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলার মোটিভ দেখে তারা নিজেরাই বুঝতে পারছে পরিণতি সম্পর্কে। আর তাই এখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।  

বাংলাদেশের মানুষ শান্তিতে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশ স্থিতিশীল অবস্থায় আছে বলেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পায়রা বন্দরের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।  

নৌমন্ত্রী কলাপাড়ার টিয়াখালীতে রোববার বেলা ১১টায় দেশের তৃতীয় পায়রা বন্দরের নবনির্মিত ওয়্যার হাউস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সার্ভিস জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি নির্মাণাধীন প্রশাসনিক ভবন, রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। দুপুরে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।  

এসময় মন্ত্রীর সঙ্গে পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম-বিএন, জেলা পুলিশ সুপার মো. মঈনুল হাসান, কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামালসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

২০ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৭১৩ টাকা ৯০ পয়সা চুক্তিমূল্যে পায়রা বন্দরে ওয়ার হাউস নির্মাণ করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ কাজটি করে। ২০১৬ সালের ২০ এপ্রিল কাজ শুরু হয়। এছাড়া সার্ভিস জেটি নির্মাণে চুক্তিমূল্য রয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ২৬৮ টাকা ৯১ পয়সা। এ বছরের ২৭ জুন এ জেটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি করছে। এ জেটিতে পাঁচ মিটার ড্রাফট জাহাজ সরাসরি পণ্য নিয়ে ভিড়তে পারবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৮, ২০১৮
এমএস /আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।