ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিতর্কের মুখে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বিতর্কের মুখে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

ময়মনসিংহ: বিতর্কের মুখে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন এ কমিটি স্থগিত করেন।  

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (২৭ জানুয়ারি) শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।  

কিন্তু এ কমিটি প্রকাশিত হওয়ার পরই বিতর্ক তৈরি হয়।  

মতিন বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে দলীয় প্রতিপক্ষরা ষড়যন্ত্র করেছে।  

এ কমিটি বাতিলের দাবিতে আগের কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা রোববার (২৮ জানুয়ারি) কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন এবং সোমবার (২৯ জানুয়ারি) হরতালের ডাক দেন।  

এ অবস্থায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারা এ কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।  

তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দফতরে রিপোর্ট জমা দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের এ সিদ্ধান্তে হরতাল কর্মসূচি স্থগিত করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সম্রাটের অনুসারী নেতাকর্মীরা।  

এ বিষয়ে সম্রাট বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নেতারা শেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।