ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রজোটের কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বরিশালে ছাত্রজোটের কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বরিশালে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

বরিশাল: শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে নিপীড়নবিরোধী আন্দোলনসহ সারাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে বরিশালে ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

ধর্মঘটের সমর্থনে সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা প্রগতিশীল ছাত্রজোট।

সকাল সাড়ে ৮টায় ছাত্রজোটের নেতারা কলেজের বিভিন্ন বিভাগের ক্লাসরুমে গিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নিপীড়নের প্রতিবাদে ধর্মঘট পালনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

পরে তারা ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার লাগান।

পরে কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতারা। যা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি জিরো পয়েন্টে বরিশাল জেলা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে সমাবেশ করা হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন জামালের সভাপতিত্বে বক্তব্য দেন-সমাজতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মনিষা চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দিপঙ্কর কুন্ডু, মোজাম্মেল হক সাগর, সন্তু মিত্র প্রমুখ।

এদিকে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটকে কেন্দ্র করে কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিলো।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।