ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুছা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুছা আটক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ সোহান আহমেদ ওরফে মুছা

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ সোহান আহমেদ ওরফে মুছাকে (২৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। তিনি উপজেলার ছালামতপুরের শাহ খুরশেদ আলমের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, রাতে মুছাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা জব্দ করা হয়।  

তিনি আরো জানান, মুছার বিরুদ্ধে একাধিক খুন ও মাদক মামলা রয়েছে। তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।  

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, মুছা নবীগঞ্জের আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার আসামি। এছাড়া তার সৎ ভাই হত্যা মামলারও অন্যতম আসামি মুছা। তিনি এলাকায় মাদকের রাজত্ব গড়ে তুলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।