ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বরের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
গয়েশ্বরের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ গয়েশ্বর চন্দ্র রায়/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা চিফ মেট্রোপিলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গয়েশ্বর রায়ের পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।



মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে গুলশান-১ পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বরকে আটক করে ডিবি পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।  

মঙ্গলবার পুলিশের গাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের চিনিয়ে নেওয়ার মামলায় তাকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।