ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না

ঢাকা: আগামী ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে এ কর্মসূচির বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পাল্টা কর্মসূচি নেই।

বিষয়টি নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, আমরা এমন কোনো প্রোগ্রাম দেইনি। পাল্টাপাল্টি কোনো প্রোগ্রাম নেই।

পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না। উই হ্যাভ নো প্রোগ্রাম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে দাখিলের পর তিনি একথা বলেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়ার ঘোষণা দিয়েছেন আদালত। এ নিয়ে বিএনপির কিছু কর্মসূচিও রয়েছে।  

এদিকে রায় ঘিরে কোনো নাশকতার ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রশাসন ইতোমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সহিংস কর্মকাণ্ডে জড়িত কিংবা যারা বিভিন্ন মামলার আসামি তাদের গ্রেফতারও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।