ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতির কাছে দলীয় কোনো প্রত্যাশা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
রাষ্ট্রপতির কাছে দলীয় কোনো প্রত্যাশা নেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দলগতভাবে কোনো প্রত্যাশা নেই, জনগণের প্রত্যাশা পূরণ করলেই খুশি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ভাটি বাংলার বীর পুরুষ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল হামিদ।

আমরা আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে পছন্দ করেছি। আমার মনে হয় দেশের মানুষও আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেছে। জনগণের কাছে এখন আবদুল হামিদ সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, তার (আবদুল হামিদ) কাছে দলগতভাবে কোনো প্রত্যাশা নেই। তিনি জনগণের প্রত্যাশা পূরণ করলেই খুশি।

‘আবদুল হামিদকে আমাদের কাছে সর্বাধিক গ্রহযোগ্য ও সর্বজন গ্রহণযোগ্য মনে হয়েছে। একজন মানুষ দল করেও সর্বজন শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি তো দলের হবেন না, দেশের হবেন। কাজেই আমরা ওই ধরনের মানুষকে খুঁজে নিয়েছি। ’

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ইইউডি/এএ

পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।