ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তি পেয়ে ফখরুলকে দেখতে গেলেন গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
মুক্তি পেয়ে ফখরুলকে দেখতে গেলেন গয়েশ্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুলের পাশে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রায় দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

এরপর পরই গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান।
 
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম রাতে বাংলানিউজকে জানান, গত ৩০ জানুয়ারি গয়েশ্বর চন্দ্রকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।  

এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীসহ নেতাকর্মীরা কারা ফটকে তাকে অভ্যর্থনা জানান।
 
রাতে তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
 
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮ 
এমএইচ/এমএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।