ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঞ্চ প্রস্তুত, বরিশালে বিএনপির সমাবেশ দুপুরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
মঞ্চ প্রস্তুত, বরিশালে বিএনপির সমাবেশ দুপুরে বিভাগীয় সমাবেশের জন্য প্রস্তুত মঞ্চ/ছবি: বাংলানিউজ

বরিশাল থেকে: বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার মুক্তি দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। রাতে অনুমতি পাওয়ার পর নির্মাণ করা হয়েছে মঞ্চ।

শনিবার (৭ এপ্রিল) বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এ সমাবেশ হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ সিনিয়র নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।  

বেলা ১১টায় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। মাঠের চারদিকে লাগানো হয়েছে মাইক। সকাল ৮টার দিকে এক পশলা বৃষ্টি হলেও মাঠটি সম্পূর্ণ পাকা থাকায় সমাবেশে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দলীয় নেতারা।
বিভাগীয় সমাবেশের জন্য তোরণ
মাঠের প্রবেশ মুখে বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। সকাল ১০টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। সাড়ে ১১টা নাগাদ কয়েকশ নেতাকর্মীকে মঞ্চের সামনে অবস্থান করতে দেখা যায়। এসময় মঞ্চে অবস্থান করছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত দশটার দিকে মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ আমাদের এই মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। রাতভর মঞ্চ নির্মাণ শেষ করা হয়েছে। এখন সমাবেশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এর আগেই মাঠে উপস্থিত হবেন দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে কেমন জনসমাগম হতে পারে জানতে চাইলে, জিয়াউদ্দিন বলেন, বরিশাল বিভাগে ৬ জেলা থেকে বিএনপির নেতাকর্মীসহ লক্ষাধিক জনসমাগম হবে বলে আশা করছি।

এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে চেক করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
এমএইচ/এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।