ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিস্তা অভিমুখে বাসদের রোডমার্চ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
তিস্তা অভিমুখে বাসদের রোডমার্চ শুরু

ঢাকা: তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিন দিনব্যাপী রোডমার্চ শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার (এপ্রিল ৭) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ শুরু করে। রোডমার্চের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।


 
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, আব্দুলাহিল কাফিসহ দলের নেতাকর্মীরা।
 
উদ্বোধনী সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার আর সরকারের নতজানু নীতির প্রতিবাদ এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আমাদের এই রোডমার্চ। আজ যাত্রা শুরু করলাম। টাঙ্গাইল গিয়ে অবস্থান করবো।
 
‘টাঙ্গাইল থেকে কাল (৮ এপ্রিল) যাত্রা শুরু করে বগুড়ায় অবস্থান করবো। পরদিন দিনাজপুর থেকে তৃতীয় দিন (৯ এপ্রিল) রংপুরের তিস্তা ব্যারেজে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল০৭, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।