ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'বর্তমান সরকারের কাছে কোনো সুশাসন প্রত্যাশা করা যায় না'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
'বর্তমান সরকারের কাছে কোনো সুশাসন প্রত্যাশা করা যায় না' লিফলেট বিতরণকালে মেয়র আরিফুল হক চৌধুরী/ ছবি: বাংলানিউজ

সিলেট: বর্তমান সরকারের কাছে কোনো সুশাসন প্রত্যাশা করা যায় না বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

সোমবার (৯ এপ্রিল) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মেয়র আরিফুল বলেন, স্বাধীনতার সোনালী অর্জন গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা স্বৈরশাসকের হাতে অর্থহীন।

ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাতিল করে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ সব প্রতিবাদ করায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অর্থ আত্মসাৎ তো দূরের কথা খালেদা জিয়া বা তার পরিবারের কোনো সদস্য ওই অ্যাকাউন্ট থেকে এক টাকাও উত্তোলন করেননি। এ মামলা প্রতিহিংসার।

লিফলেট বিতরণে সিলেট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।