ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিস্তা ব্যারাজে শেষ হলো বাসদ’র রোডমার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
তিস্তা ব্যারাজে শেষ হলো বাসদ’র রোডমার্চ বাসদ’র রোডমার্চ

লালমনিরহাট: তিস্তাসহ দেশের ৫৪ অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) করা রোডমার্চ তিস্তা ব্যারাজে সমাপনী সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে। 

সোমবার (৯ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছে রোডমার্চ। এর আগে শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া এ রোডমার্চ উদ্বোধন করেন বাসদ’র কেন্দ্রীয় সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

 

রোডমার্চে উপস্থিত ছিলেন- বাসদ’র কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, রংপুর বাসদ’র আহ্বায়ক কমরেড আব্দুর কুদ্দুস প্রমুখ।  

রোডমার্চটি জাতীয় প্রেসক্লাব থেকে তিস্তা ব্যারাজ আসার পথে রংপুরের মেডিকেল মোড়, পাগলাপীর, নীলফামারীর বড়ভিটা, জলঢাকা ও ডিমলার চাপানীরহাটে সমাবেশ করে লালমনিরহাটের তিস্তা ব্যারাজে আসে।  

এসময় লালমনিরহাটের তিস্তা ব্যারাজে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-রংপুরের প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল হোসেন, সিপিবি’র রংপুর জেলা সম্পাদক কমরেড শাহীন রহমান, জাসদ’র রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা অশোক সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।