ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আলাল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আলাল 

গাজীপুর: বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন। 

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।

মঙ্গলবার সকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।  

গত ২৫ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়। এর আগে কিছু দিন তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।