ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোটা সংস্কারে সিদ্ধান্ত ৭ মে'র মধ্যে: আইনমন্ত্রী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কারে সিদ্ধান্ত ৭ মে'র মধ্যে: আইনমন্ত্রী  গাড়ির চাবি হস্তান্তর করছেন আইনমন্ত্রী/ছবি: বাংলানিউজ

ঢাকা: কোটা সংস্কারের বিষয়ে আগামী ৭ মে'র মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের মুখপাত্র হিসেবে আগেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে আশ্বাস দিয়েছেন তার ওপর আস্থা রাখতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১১ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সামনে সচিবালয় প্রাঙ্গণে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এসময় জেলা জজকে ১৫টি টয়োটা গাড়ি ও তিনটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য দল ও সরকারের সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন দেনদরবার করার জন্য। এটা মনিটর করা হচ্ছে।  আমি বয়োঃজ্যেষ্ঠ হিসেবে আন্দোলনকারীদের বলতে চাই, প্রধানমন্ত্রীর পর্যায় থেকে যখন বলা হয়েছে দেখবেন, তখন তিনি অবশ্যই দেখবেন।

‘বিরোধীরা বলছে সরকার খালেদা জিয়াকে জোর করে আটক করে রেখেছে’ এমন প্রশ্নে আনিসুল হক বলেন, বিচারাধীন বিষয় নিয়ে আমি কথা বলি না। তবু বলবো বিচার বিভাগ স্বাধীন। বিচারকরাই সিদ্ধান্ত নেন। পিপি তার বক্তব্য আদালতে দেন। আসামিপক্ষের বক্তব্য শুনে বিচারক সিদ্ধান্ত দেন। এখানে সরকারের কিছুই করার নেই।

গাড়ি হস্তান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার সুদৃঢ় করার অন্যতম ভিত্তি হলো অবকাঠামো উন্নয়ন। এর অংশ হিসেবে প্রথমে চিফ জুডিশিয়াল ও জেলা জজ ভবন সম্প্রসারণে উদ্যোগ নেই। তারপরের বিষয়টি হলো জজদের যানবাহনের ব্যবস্থা করা। এটি চলমান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ জেলা জজকে কার এবং বিচারকার্যের জন্য তিনটি মাইক্রোবাস দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮/আপডেট: ১৪২৩ ঘণ্টা
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।