ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিসিসিতে নেই, কেসিসিতে জাপার প্রার্থী মুশফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জিসিসিতে নেই, কেসিসিতে জাপার প্রার্থী মুশফিকুর

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) মেয়রপদে প্রার্থী দিচ্ছে না জাতীয় পার্টি। তবে কাউন্সিলর পদে লড়ছেন চারজন। অন্যদিকে খুলনায় সিটি করপোরেশনে (কেসিসি) মেয়রসহ ১০ জন কাউন্সিলর লড়বেন লাঙ্গল প্রতীকে।

বুধবার (১১ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৯, ৫০, ৫১ সংরক্ষিত আসনে নুরজাহান বেগম, ৩৯ নম্বর ওয়ার্ডে মো. বাদল, ৪৭ নম্বর ওয়ার্ডে মো. দুলাল মৃধা, ৫৩ নম্বর ওয়ার্ডে বাহারুল ইসলাম ইউনুস এবং ৫৫ নম্বর ওয়ার্ডে মো. শাহ আলম জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


 
জিসিসিতে সাধারণ ওয়ার্ড ৫৭টি ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৯টি। যার মধ্যে মাত্র চারটিতে প্রার্থী দিলো জাতীয় পার্টি।
 
একই তারিখে অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন এসএম মুশফিকুর রহমান।  

কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান সিরাজ, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম আজাদ, ৩ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবু হাসালাত মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডে শেখ আইয়ুব আলী, ৯ নম্বর ওয়ার্ডে শেখ মনোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
 
১০ নম্বর ওয়ার্ডে শাকিল আহমেদ, ১২ নম্বর ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন, ২২ নম্বর ওয়ার্ডে কাজী হাসানুর রশীদ এবং ২৭ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম মোল্লা লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
আগামী নির্বাচনে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর জাতীয় পার্টির এই দশা প্রার্থী সংকটের কারণে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।