ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের অভিযোগের তদন্তে ‘নির্দোষ’ প্রমাণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা পুরোপুরি নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী ছাত্রীদের নির্যাতনের অভিযোগ ওঠার পর এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একইসঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এসকেবি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।