ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি প্রতিনিধির সঙ্গে বৈঠকে সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বিএনপি প্রতিনিধির সঙ্গে বৈঠকে সিইসি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন। এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনারা উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে আলোচনা করতে বিএনপির সিনিয়র নেতারা এ বৈঠকে অংশ নেন।



বৈঠকে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ইইউডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।