ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
গুলশানে ২০ দলীয় জোটের বৈঠক

ঢাকা: বৈঠকে বসেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সূত্র বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ পিপলস্ লীগ সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আবদুর রকিব, ন্যাপ-ভাসানীর অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন একরাম, এলডিপির শাহাদত হোসেন সেলিম, বাংলাদেশ মুসলিম লীগের এইচ এম কারুজ্জামান, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা ও সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একসঙ্গে প্রচারণা চালানো নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।