ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন খালেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন খালেক

খুলনা: বাগেরহাটের খাজা খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রোববার (২২ এপ্রিল) বাদ জোহর খাজা খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারত করেন তিনি।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ বাংলানিউজকে জানান, খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ২৪ এপ্রিল নির্বাচনী প্রচারণায় নামবেন খালেক।

এসময় উপস্থিত ছিলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।