ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার চিকিৎসার অনুমতি ফাইল প্রধানমন্ত্রীর টেবিলে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
‘খালেদার চিকিৎসার অনুমতি ফাইল প্রধানমন্ত্রীর টেবিলে’ নয়াপল্টনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: বাংলানিউজ

ঢাকা: খালেদার চিকিৎসার অনুমতির ফাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, বিএনপির উচ্চ পর্যায়ের দু’জন প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি আইজি প্রিজনকে ডেকে খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।


কিন্তু পরে জানতে পারলাম, প্রধানমন্ত্রীর কাছে ফাইল আটকে থাকায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর এই সিদ্ধান্তহীনতার কারণেই তার চিকিৎসা হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসায় বিলম্ব হলে খালেদা জিয়ার বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই অবিলম্বে তার যেখানে সুচিকিৎসা হবে সেই ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সিরাজউদ্দীন আহমেদ, আব্দুস সালাম, খালেদা জিয়ার চিকিৎসক প্রফেসর ওয়াহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।