ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেককে দেশে এনে বিচার শেষ করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
তারেককে দেশে এনে বিচার শেষ করা হবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান (ফাইল ছবি)।

মেহেরপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য শেষ করা হবে। লন্ডনে বসে যে তিনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তারও বিচার হবে। কারণ তিনি মুচলেকা দিয়েছিলেন রাজনীতি আর করবেন না।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেহেরপুরে একটি স্থলবন্দর নির্মাণ করা হবে।

কিন্তু এখন পর্যন্ত স্থলবন্দর নির্মাণের পজেটিভ সমীক্ষা পাওয়া যায়নি। তবে সরকারের পরিকল্পনা আছে যাতে এলাকার ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলে।

স্থলবন্দরটি এক দিনের ব্যাপার নয় উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মানুষ যাতায়াত করবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এই এলাকা। তাই আমাদের সমীক্ষা চলছে।  ইতিবাচক রিপোর্ট পেলেই আমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু করতে পারব।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় নৌ-পরিবহন মন্ত্রী ওই সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এতে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমানসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।