ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি রহিম উল্যাহকে হত্যাচেষ্টার অভিযোগ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এমপি রহিম উল্যাহকে হত্যাচেষ্টার অভিযোগ  সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এমপি রহিম উল্যাহ

ফেনী: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য (এমপি) রহিম উল্যাহকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে এমপি হাজী রহিম উল্যাহ এ অভিযোগ করেন। 

সোনাগাজী পৌর শহরস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মলনে এ ঘটনার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করেছেন তিনি।  

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শুক্রবার (২৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে তার ব্যবহৃত ল্যান্ডক্রুজার গাড়িটি মহুরী সেচ প্রকল্প সংলগ্ন তার মালিকানাধীন বালি মহলের কাছে রেখে হেঁটে রেগুলেটর সংলগ্ন স্থানে যান।

 ভাঙচুর হওয়া এমপির গাড়িকিছুক্ষণ পর সড়কপথে ও মুহুরী নদী পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে। পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা তার দু’টি স্কেভেটর গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।  

এসময় তার ল্যান্ডক্রুজার গাড়িটি প্রায় দু্ই কিলোমিটার উত্তর দিকে সোনাগাজী-মহুরী প্রজেক্ট সড়কের ৭ নম্বর স্লুইজ গেটে ভাঙচুর করে রেখে যায়।  

এ ঘটনায় এমপি রহিম উল্যাহ সোনাগাজী মডেল থানায় মামলা করবেন বলে জানান। এদিকে ভাঙচুর হওয়া গাড়িটি সোনাগাজী মডেল থানা হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।