ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় মুখোমুখি অনুষ্ঠান বর্জন করেছেন মঞ্জু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
খুলনায় মুখোমুখি অনুষ্ঠান বর্জন করেছেন মঞ্জু জনগণের মুখোমুখি অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা/ ছবি: বাংলানিউজ

খুলনা: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মুখোমুখি অনুষ্ঠান বর্জন করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। 

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘আগামীর খুলনা নগরবাসীর প্রত্যাশা: মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠান করা হয়।

বিএনপির মেয়র প্রার্থীর মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব এহতেশামুল হক শাওন বাংলানিউজকে জানান,  সোমবারের অনুষ্ঠানের আয়োজক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন গত রোববার তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন,  ‘খুলনার উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেকই যোগ্য প্রার্থী।

একটি দল নিরপেক্ষ সংগঠনের সভাপতি যদি নিজেই একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রতি তার সমর্থন ও আস্থা আগে ভাগেই প্রকাশ করে দেন তাহলে তার সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠান কতোটা নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ হবে এ নিয়ে ঘোরতর সন্দেহ রয়ে যায়। সভাপতির একপেশে আচরণ এবং দলীয় অনুগত অংশগ্রহণকারীদের দলকানা আচরণ অনুষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করবে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। যে কারণে নজরুল ইসলাম মঞ্জু বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।

নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন,  গত ২৮ এপ্রিল শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানটি কতিপয় আওয়ামী লীগ অনুগত ব্যক্তিদের উশৃঙ্খল, ঔদ্ধত্যপূর্ণ ও মারমুখী আচরণের কারণে সৌন্দর্যহানি ঘটে। দলবাজ অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে দখলদারিত্ব কায়েম করে। তারা সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের প্রতি চড়াও হতেও কুণ্ঠিত হয়নি। এ সময় মঞ্চে উপস্থিত তালুকদার আব্দুল খালেক তার উশৃঙ্খল কর্মীদের নিবৃত্ত করতে কোন ধরনের ভূমিকা পালন করেননি।  

এদিকে, ৫ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত না হলেও যথাসময়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান,  ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মোজাম্মেল হক ও কমিউনিষ্ট পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু অনুষ্ঠানে উপস্থিত হন এবং নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা,  এপ্রিল ৩০, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।