ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
বিএনপিই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে  বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ

ঢাকা: বিএনপিই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'জননেত্রী শেখ হাসিনার গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

'বিএনপির বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে' বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে মিথ্যা অপপ্রচার চালানোর ক্ষেত্রে এখন রুহুল কবির রিজভী ও মির্জা ফখরুল ইসলামের প্রতিযোগিতা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের আচরণবিধি বৈষম্যমূলক উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি-বিধানের কারণে আওয়ামী লীগ বৈরিতার স্বীকার। এমপিরা শুধু সরকারি ভাতা পান, বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধাও পান না। নির্বাচন কমিশনের বৈষম্যমূলক আচরণবিধির কারণে এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। বিএনপিই বরং বাড়তি সুবিধা ভোগ করছে।  

বিএনপির সাবেক মন্ত্রী, এমনকী মির্জা ফখরুল ইসলামেরও প্রচারণার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। অথচ আমাদের দলের সাধারণ সম্পাদকসহ কোনো এমপি-মন্ত্রীই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছে না। আমরা আশা করবো এই বৈষম্য দূর করা হবে।

সংগঠনের সভাপতি জিন্নাত আলি জিন্নাহ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।