ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মঞ্জু অপকৌশল অবলম্বন করছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মঞ্জু অপকৌশল অবলম্বন করছেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা

খুলনা: নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। তিনি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করে ফায়দা লুটার চেষ্টা করছেন।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচন সমন্বয়কারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল এ অভিযোগ করেন।

বৃহস্পতিবার (৩ মে) বেলা ২টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসএম কামাল হোসেন এ অভিযোগ করেন।

 

এ সময় তিনি বলেন, মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে তার নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তার এ অভিযোগ ভিত্তিহীন। পুলিশ আগে থেকেই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এবং নির্বাচন কমিশনের নির্দেশে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরওয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোনভাবেই সম্পৃক্ত নয়। নির্বাচনী প্রচারণায় ফায়দা নিতেই মেয়র প্রার্থী মঞ্জু এই মিথ্যা অপকৌশল অবলম্বন করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গ্রেফতারকৃত কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব মোল্লা। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। খুলনা সিএসডি গুমাদের চাল আত্মসাতকারী জুলফিকার আলী ভুট্টো পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়েছেন। অন্যদের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা রয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী থাকে, তাহলে তাকেও গ্রেফতার করা হোক। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ভূমিকা গ্রহণ করা হবে না।

তিনি বলেন, খুলনায় দলমত ঐক্যবদ্ধভাবে উন্নয়নের স্বার্থে খালেকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। খুলনা শহরে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপিরও বেশ কিছু কাউন্সিলর প্রার্থী খালেকের পক্ষে ভোট চাইছেন। এ অবস্থায় নির্বাচনে পরাজয় আশঙ্কা করে নজরুল ইসলাম মঞ্জু মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগ কখনই মিথ্যার আশ্রয় নেয় না। জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে, জনগণই নির্ধারণ করবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কি না। তিনি মঞ্জুকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনার রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-মহানগর নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা,  মে ০৩, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।