ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
ঢাবি ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘দাসত্বের পাটাতন ভেঙে গণতান্ত্রিক শিক্ষায়তন গড়ে তুলি’ এই শ্লোগানকে ধারণ করে দুই দিনব্যাপী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলার পাদদেশে এ সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ডাকসু নেতা মোর্শেদ চৌধুরী।  

এই সম্মেলনের মাধ্যমে ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

সংগঠনের ঢাবির সংসদের সভাপতি তুহিন কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ আন্দোলনের অন্যতম সংগঠক লাকী আক্তার এবং বর্তমান সভাপতি জিএম জিলানী শুভ।

উদ্বোধকের বক্তব্যে মোর্শেদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্রসমাজ সচেতন হয়েছিলো এবং লড়াই করেছিলো বলে আমরা স্বাধীনতা পেয়েছি। তার মধ্যে শরিক হয়েছিলো সর্বস্তরের মানুষ। এই কথা মনে রেখে ছাত্রসমাজকে দেশের অবস্থা পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং ন্যায়ের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রনয়ণে লড়াই করতে হবে।

অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলা থেকে শুরু হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি, শহীদ মিনার হয়ে কার্জন হলে প্রদক্ষিণ করে।  

শুক্রবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মুনির চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।