ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোটারের দ্বারে জাহাঙ্গীর, হাসানের পাশে কেন্দ্রীয় নেতারা

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ৪, ২০১৮
ভোটারের দ্বারে জাহাঙ্গীর, হাসানের পাশে কেন্দ্রীয় নেতারা প্রচারণায় ব্যস্ত বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। শুক্রবার (০৪ মে) সাপ্তাহিক ছুটির দিনকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন নির্বাচিত হলে নানা উন্নয়নের ফিরস্তিও। 

দিনভর কেউ কেউ সিটি করপোরেশন এলাকার্ আনাচে-কানাচে ঘুরে ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন; অনেকেই যোগ দিচ্ছেন ব্যবসা-প্রতিষ্ঠান থেকে চায়ের আড্ডায়ও।  

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

 

প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।  ছবি: বাংলানিউজআর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভোটারের কাছে গিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।  

জানা যায়, গাসিক নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) পক্ষে প্রচারণা ও গণসংযোগ করতে গাজীপুরে আসছেন। তবে জাহাঙ্গীর আলমের (নৌকা) পক্ষে সেভাবে কেন্দ্রীয় নেতাদের মাঠে দেখা যায়নি।  

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাজহারুল আলমসহ আরো অনেকে।  

এছাড়া নগরজুড়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও।  

গাজীপুর জেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলন বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। যারা দুই সিটির বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। জনগণের রায় আমরা মাথা পেতে নেবো। জনগণের প্রতি বিএনপির আস্থা রয়েছে।  

গণসংযোগে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।  ছবি: বাংলানিউজতবে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচারণায় সেভাবে নিয়মিত দেখা যাচ্ছে না আওয়ামী লীগ নেতাদের। মাঝে একদিন ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও ওমর ফারুক গাজীপুরে এসেছিলেন প্রচারণায়।  

এ বিষয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের একটা বিষয় আছে। এছাড়া অনেক নেতা মন্ত্রী ও এমপি হওয়ার কারণে সিটি নির্বাচনে প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না।  

তবে স্থানীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ চালাচ্ছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৮
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।