ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পার্বত্য ৩ জেলায় সোম-মঙ্গলবার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ৫, ২০১৮
পার্বত্য ৩ জেলায় সোম-মঙ্গলবার হরতাল পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিবাদ সভা

রাঙ্গামাটি: রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় সোম-মঙ্গলবার যৌথভাবে হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ।

শনিবার (৫ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।  হরতাল কর্মসূচি পালন করার আগে রোববার (৬ মে) তিন পার্বত্য জেলায় একযোগে কালো পতাকা মিছিল এবং প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেয় সংগঠন দুটি।

এসব কর্মসূচি পালনের কারণ উল্লেখ করে সংগঠনগুলো বিজ্ঞপ্তিতে জানায়, খাগড়াছড়িস্থ মাটিরাঙ্গা উপজেলায় অপহৃত তিন বাঙালিকে উদ্ধার, শুক্রবার নানিয়ারচর ঘটনায় নিহত বাঙালি গাড়িচালক সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার এবং সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস, ইউপিডিএফসহ পাহাড়ের সব সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ এসব কর্মসূচি পালন করবে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রেস বিজ্ঞপ্তিএ বিষয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিব বাংলানিউজকে বলেন, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন  ইউপিডিএফ এবং জেএসএস’র সন্ত্রাসী কর্মকাণ্ডে পাহাড় আজ অশান্ত। চলতি বছরের ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় মাটিরাঙ্গা উপজেলার তিন বাঙালি ব্যবসায়ী উপজাতি সন্ত্রাসী দ্বারা অপহৃত হন। অপহরণের ২১তম দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অপহৃতরা উদ্ধার হয়নি।

তিনি আরো বলেন, শুক্রবার (৪ মে) রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাঙালি গাড়িচালক সজীব হাওলাদারকে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী ব্রাশ ফায়ার করে হত্যা করে। যার দায়ভার কোনভাবেই অত্র অঞ্চলের উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ, জেএসএস’ এড়াতে পারে না।

পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে হরতাল ও প্রতিবাদ কর্মসূচিতে তিন পার্বত্য জেলার সর্বস্তরের জনগণকে সর্বাত্মক অংশগ্রহণের অনুরোধ জানান শাহাদাৎ ফরাজী সাকিব।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ৫, ২০১৮/আপডেট: ১৬৪৯ ঘণ্টা
এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।