ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে আছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ৬, ২০১৮
দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে আছে সরকার মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অথচ আগের কোনো সরকার এভাবে জনগণের পাশে ছিলো না। 

রোববার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার।

 

এসময় প্রতিমন্ত্রী পলক চলনবিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার আশ্বাস এবং এলাকায় বাঁধ নির্মাণ ও দীর্ঘদিন সংস্কার না হওয়া স্লুইস গেট সংস্কারের তাগিদ দেন তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন প্রমুখ।  

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।