ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

জামায়াত নেতা রফিকুল ফের ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, আগস্ট ৩০, ২০১০
জামায়াত নেতা রফিকুল ফের ২ দিনের রিমান্ডে

ঢাকা: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলামকে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মহানগর হাকিম ইসমাইল হোসেন শুনানি শেষে সোমবার এ আদেশ দেন।



রমনা থানার ফারুক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিয়াউজ্জামান।

নিউমার্কেট থানার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম শাহীন সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারী কৌঁশুলি সাইফুল ইসলাম হেলাল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও এসএম কামাল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।