ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দু’টি মামলায় মির্জা আব্বাসের জামিন বহাল থাকলেও একটি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
দু’টি মামলায় মির্জা আব্বাসের জামিন বহাল থাকলেও একটি স্থগিত

ঢাকা: গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে ফারুক হোসেন হত্যামামলায় মির্জা আব্বাসের জামিনের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ।

মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্টের দেওয়া রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।



গত ২৪ আগস্ট হাইকোর্ট রমনা থানায় দায়ের করা এ মামলায় মির্জা আব্বাসের ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলেন।

একইসঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় পুলিশের দায়ের করা পৃথক দু’টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল রেখেছেন বিচারপতি এ বি এম খায়রুল হক।

হাইকোর্টের দেওয়া আদেশ বাতিলে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।