ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

ঢাকা: সংসদ ভেঙে দেওয়াসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার (২৮ অক্টোবর) দুপুরে চিঠি দেবে একাদশ নির্বাচনকে সামনে রেখে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। 

একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও চিঠি দেওয়া হবে।  
 
শনিবার (২৭ অক্টোবর) গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, শনিবার চট্টগ্রামে জনসভা আছে। আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে রোববার প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে। পরবর্তীতে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের কাছেও চিঠি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার রাতে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় এক সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুলতান মো. মনসুরকে চিঠিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।  

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ ব ম মোস্তফা আমীন বাংলানিউজকে বলেন, চিঠিতে কী লেখা হবে সেটা এখন বলবো না।  

গণভবনে এ বিষয়ে যোগাযোগ করেছেন কি-না? জানতে চাইলে তিনি বলেন, চিঠি পৌঁছে দেওয়া হবে, এর জন্য আগে অনুমতির প্রয়োজন হবে না।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।