ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আন্দোলনকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ নেই পত্নীতলা মডেল থানার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি-বাংলানিউজ

নওগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আন্দোলনকে পুঁজি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কেউ যাতে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে। 

রোববার (২৮ অক্টোবর) নওগাঁর পত্নীতলা মডেল থানার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ কথা বলেন মন্ত্রী।

স্থানীয় গণপূর্ত বিভাগের অর্থায়নে ছয়তলা বিশিষ্ট এ থানা ভবন নির্মাণে ব্যয় হবে চার কোটি ১৩ লাখ টাকা।

 

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।  

বিকেলে উপজেলার পাবলিক মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে মন্ত্রীর।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।