ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে কাগজের বাঘ বললেন হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
বিএনপিকে কাগজের বাঘ বললেন হানিফ বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: বিএনপিকে কাগজের বাঘ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি এবং খালেদা জিয়া ইতোপূর্বে বহুবার আন্দোলনের ঘোষণা ও হুমকি দিয়েছেন। এভাবেই গত পাঁচ বছর পার হয়ে গেলেও আন্দোলন আর হয়নি। নতুন করে আন্দোলনের তর্জন গর্জন নিয়ে জনগণ বা সরকার কিছু ভাবছে না।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি বা ঐক্যফ্রন্টের উদ্দেশে হানিফ আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, দাবি দাওয়া থাকলে সেটাও সংবিধান অনুযায়ীই করেন।

এর বাইরে গিয়ে কোনো লাভ হবে না।  

হানিফ বলেন, এর আগেও এক দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে ২০১৫ সালে খালেদা জিয়া ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ৯৩ দিন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে উনি ঘরে ফিরেছিলেন। সেই খালেদা জিয়া আজ কারাগারে। তাই অহেতুক আন্দোলনের ঘোষণা দিয়ে লাভ হবে না, কারণ খোদ বিএনপির নেতাকর্মীরাও আর এই তর্জন গর্জনে পুলকিত হয় না।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।