ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মুকন্দগাঁতী বাজার ও সমেশপুর বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনি আমিন এবং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে মুকুন্দগাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। পরে সমেশপুর বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয় বনি আমিন ও আলী আশরাফকে। মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হব্

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।