ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার বলতে এখন কিছু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
তত্ত্বাবধায়ক সরকার বলতে এখন কিছু নেই বক্তব্য রাখছেন কে এম শাহজাহান কামাল। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, এখন তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই।কারণ হাইকোর্ট, সুপ্রিমকোর্ট এটা বাতিল করে দিয়েছেন। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মন্ত্রী সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দু’টি চারতলা ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন।

শাহজাহান কামাল আরও বলেন, খালেদা জিয়া এক সময় তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করতেন না, এখন আবার তিনি তত্ত্বাবধায়ক সরকার চান কেন?  ২০১৪ সালের ৫ জানুয়ারি যে সংসদ নির্বাচন হয়েছে সেটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন
হয়েছে।

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে।
সভায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রবীন্দ্র বিকাশ দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।