ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপে সংবিধানের বাইরে কোনো প্রস্তাব মানবে না ১৪ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সংলাপে সংবিধানের বাইরে কোনো প্রস্তাব মানবে না ১৪ দল সমাবেশে বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম

ঢাকা: সংলাপে সংবিধানের বাইরে কোনো আলোচনা করে লাভ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
 

সংবিধানের বাইরে কোনো প্রস্তাব আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে না বলেও জানান তিনি।
 
মোহাম্মদ নাসিম বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৪ দল আয়োজিত সমাবেশে এ সব কথা জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।  

এসময় মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা উদার বলেই মিথ্যাচার করা সত্ত্বেও সংলাপে সাড়া দিয়েছেন। সংলাপ হবে, তবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়া যাবে না। নির্বাচনের সময় সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর কোনো বিকল্প নেই। সংলাপে আলোচনা করেন তবে সংবিধানের বাইরে কোনো আলোচনা করে লাভ হবে না। আওয়ামী লীগ ও ১৪ দল সংবিধানের বাইরে কোনো প্রস্তাব মেনে নেবে না, মেনে নেওয়ার প্রশ্নই আসে না।  

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনি সম্মানিত ব্যক্তি। বঙ্গবন্ধু আপনাকে মন্ত্রী, এমপি বানিয়েছিলেন। আপনি খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। তারপরও বলি আপনি সংবিধানের বাইরে যাবেন না, ওদের কথায় সংবিধানের বাইরে যাবেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আপনারা নির্বাচনে আসুন। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে দেশের জনগণ মেনে নেবে না।  

পূর্ব ঘোষিত এ সমাবেশের কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে। বিকেল তিনটার দিকে সমাবেশস্থল টিঅ্যান্ডটি কলোনি মাঠ কানায় কানায়  পরিপূর্ণ হয়ে যায়।
   
সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, দেশে যে উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপিকে বলতে চাই নির্বাচনে আসুন, নির্বাচন নিয়ে ফাউল করবেন না। এবার নির্বাচন থেকে পালালে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না।

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যন্ত আপনারা পাড়া, মহল্লায় পাহারায় থাকবেন যাতে কেউ কোনো চক্রান্ত করতে না পারে। চক্রান্ত হলে কালো হাত ভেঙে দেওয়া হবে। সামনে আমাদের বিজয়ের কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সংলাপ হবে, তবে নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে। দেশে এগিয়ে যাবে সংবিধানের ভিত্তিতেই। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল আবারও বিজয়ী হবে। শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে দেশ এগিয়ে যাওয়া। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। নেতৃত্বহীন বিএনপি এখন ড. কামাল হোসেনকে ভাড়া করে নিয়ে এসেছে। খালেদা জিয়া জেলেই থাকবে, তারেক রহমান দেশে এলে জেলে যেতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পদক দিলিপ বড়ুয়া, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮ 
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।