ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপ নিয়ে বৈঠকে ২০ দলীয় জোট নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সংলাপ নিয়ে বৈঠকে ২০ দলীয় জোট নেতারা বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সংলাপ নিয়ে শরিকদের অবহিত করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সংলাপ বিষয়ে শরিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।