ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩ নভেম্বর রাজনৈতিক অবস্থান জানাবেন কাদের সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
৩ নভেম্বর রাজনৈতিক অবস্থান জানাবেন কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল হোসেন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকী যোগ দেবেন কিনা তার জন্য ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন জেলহত্যা দিবসে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় নিজের অবস্থান জানাবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

বুধবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, অনেক আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে।

তবে তিনি আমাদের ঐক্যফ্রন্টে থাকবেন কিনা তা বোঝা যাবে ৩ নভেম্বর।

বৈঠক শেষে কাদের সিদ্দিকী স্পষ্ট করে কিছু না বললেও তিনি বলেন, আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই।

৩ নভেম্বর জেলা হত্যা দিবসে শ্রমিক জনতা লীগের আয়োজিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ড. কামাল হোসেনের।

কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে অংশ নেন আ স ম আবদুর রব, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, আবদুল মালেক রতনসহ কৃষক শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
ইএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।