ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না: এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না: এরশাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন এরশাদ-ছবি-বাংলানিউজ

রংপুর: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।  

সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়।

এতগুলো লোক নিয়ে কখনই সংলাপ সফল হয় না। এই সংলাপ ফলপ্রসূ হবে না।  

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।

জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, আমরা নির্বাচন করবো, প্রার্থী চূড়ান্ত হয়েছে, প্রস্তুতিও আছে।

আসন্ন জাতীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, ইভিএমের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনও তেমনভাবে কিছুই জানেন না।

এসময়  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।