ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মামলা প্রত্যাহার নয়, জামিন চাই: ডা. জাফরুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
খালেদার মামলা প্রত্যাহার নয়, জামিন চাই: ডা. জাফরুল্লাহ ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ আয়োজিত মানববন্ধন/ছবি: শাকিল

ঢাকা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা চলমান রেখে জামিন চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

শনিবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে।

সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান, সব ভালো কথা বলেছেন। এখন ভালো কথাগুলো কাজে পরিণত করার অপেক্ষায় আছি।

ঐক্যফ্রন্টে সাত দফাকে তিনটি ভাগে ভাগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমটা সংসদ ভেঙে দেয়া, দ্বিতীয়টা নির্দলীয় সরকার এবং তৃতীয়টা খালেদা জিয়া ও অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি। তৃতীয় অংশটা কাজে পরিণত করা খুব সোজা। কেননা খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তা ফৌজদারী হলেও বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, আমি খালেদা জিয়ার মামলা প্রত্যাহার চাই না। ওনার প্রতি সুবিচার করা হোক। সুবিচার করা হলে তার প্রথম শর্ত হলো ওনাকে জামিনে মুক্তি দেয়া। ওনাকে জামিনে মুক্তি দেয়া হবে সুবিচার, সুশাসনের প্রথম পদক্ষেপ। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপেও বলেছি ওনাকে জামিনে মুক্তি দেন। জামিন দিয়ে বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকে থাকুক। খালেদা জিয়ার কারো দয়ার প্রয়োজন নেই। উনার প্রতি সুবিচার যেন করা হয়। সুবিচার হলেই উনার মুক্তি সম্ভব। কিন্তু সুবিচার হচ্ছে না। এ দেশের বিচার ব্যবস্থা স্বাধীন না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার বড় অপরাধ তিনি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তার বিরুদ্ধে ২ কোটি টাকার মামলা। অথচ সেই দুই কোটি টাকা বেড়ে ছয় কোটি হয়েছে এবং ব্যাংকে গচ্ছিত আছে। আর বাংলাদেশ ব্যাংকের সোনা তামা হয়ে যাচ্ছে। তার পরও দুদক মামলা করে না।  

সংগঠনের সভাপতি (চলতি দায়িত্ব) আবেদ রাজার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজার সঞ্চালনায় এতে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মনির হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।